‘বুদ্ধ কি জয়, ধর্ম কি জয়’ শ্লোগানে হাজারো নারী পুরুষ পুন্যার্থীর অংশগ্রহণে বিশাল মোটর শোভাযাত্রাটি যখন পাহাড়ী শহর রাঙামাটি প্রদক্ষিন করছিলো,তখন ভিন্ন এক দ্যোতনা যেনো ছড়িয়ে পড়ে পুরো শহরে।
সোমবার বিকালের শহর রাঙামাটি যেনো অন্য এক শহরে পরিণত হয় তখন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ ত্রিপিটক নিয়ে অনুষ্ঠিত শোভাযাত্রা মুহুর্তের জন্য হলেও থমকে দেয় পুরো শহরকে।
প্রতি বছর জানুয়ারী মাসে রাঙামাটিতে অনুষ্ঠিত হয় এই পবিত্র ত্রিপিটক র্যালি। এই বছরেও ব্যতিক্রম ছিলোনা। যেটি বনভান্তে বিহার থেকে শুরু হয়ে রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সেই বিহারেই গিয়ে শেষ হয়।
ছোট বড় সকলের হাতে বৌদ্ধ ধর্মের রঙ্গিন পতাকা যেন এক অন্য রকম পরিবেশ সৃষ্টি করেছে। হাতে পতাকা নিয়ে মুখে বৌদ্ধ ধর্মের শ্লোগান দিতে থাকে আর মনের মধ্যে বনভান্তের পবিত্র বাণী মনে করেই নিজের জীবনের সকল পাপ মুক্তির আশাবাদ নিয়ে আর পার্বত্য এলাকার শান্তি যেনো অব্যাহত থাকে সে মনবাসনা মহান বুদ্ধের কাছে পৌঁছে দিতে চেয়েছেন ।
পুন্যার্থী তপন চাকমা বলেন, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বিদের জন্য পবিত্র ধর্মগন্ত্র। এটি যে স্থানে রাখা হয় সে স্থানে কোন সমস্যা হয়না। সে সকল স্থানে শান্তি বিরাজ করে বলে সকলের ধারণা, তাই এটিকে শহরের বিভিন্ন স্থানে ঘুরানো হবে বলে বনভান্তে জীবিত থাকা কালে স্বপ্ন দেখতেন। তাই প্রতি বছর রাঙামাটি শহরে ত্রিপিটক ঘুরানো হয়। যাতে করে শহরে শান্তি বিরাজ করে।
তিনি আরো বলেন, বনভান্তে চেষ্টা করেছেন এই ত্রিপিটক যেন বাংলা এবং চাকমা ভাষায় অনুবাদ করার। তাই এটি বর্তমানে কিছু অংশ চাকমা ভাষায় ও বাংলা ভাষায় করা হয়েছে। শহরের পবিত্রতা ও শান্তি বিরাজ করার লক্ষে এই ত্রিপিটক র্যালি ভিক্ষুক সংঘের আয়োজনে করা হচ্ছে এবং এটি প্রতি বছর করা হবে বলেও জানান তিনি ।
