পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন (সংশোধনী) আইনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে আইনটি পাশ হলে পাহাড়ে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মন্ডলীর সভাপতি প্রকৌশলী আলকাছ আল মামুন ভুঁইয়া। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই কথা বলেন।
বিবৃতিতে আরো বলা হয়,-‘যে আইনে বৃহত্তর জনগোষ্ঠি বাঙালী ও ক্ষুদ্র-ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর স্বার্থকে বিকিয়ে দেওয়া হয়,যে আইনে ব্যাপক জনগোষ্ঠির স্বার্থ ক্ষতিগ্রস্ত ও অস্তিত্ব সংকটে পড়ার সমূহ সম্ভাবনা থাকে,যে আইন পাশ হলে সাম্প্রদায়িক দাঙ্গা অনিবার্য, যে আইন পাশ হলে সীমাহীন রক্তপাত ঘটবে, যে আইন পাশ হলে পার্বত্যাঞ্চল নিয়ন্ত্রণহীন ও অস্থিতিশীল হয়ে পড়বে, যে আইন সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিবে, সে আইনকে পাশ করা দুরভিসন্ধিমূলক। সুতরাং এ আইন ও সংশোধনী পরিত্যাজ্য ও বাতিলযোগ্য।’
পার্বত্য নাগরিক পরিষদের প্যাডে ইমেইলে পাঠানো এই বিবৃতিতে প্রধানমন্ত্রী,স্পিকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমি আইন ২০০১ ও সংশোধনী ২০১৩ নিয়ে পার্বত্য বাঙ্গালী জনগোষ্ঠিসহ , সূচিন্তিত, প্রজ্ঞাসম্পন্ন ও দেশপ্রেমিক ব্যক্তিদের দ্বারা আরোও উচ্চতর কমিটি গঠন করে বিলটি পরীক্ষা-নিরীক্ষার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে হুঁশিয়ারী উচ্চারণ করে বলা হয়, দেশ ও জনগনের স্বার্থে যে কোন কঠিন কর্মসূচীর মাধ্যমে বিলটি পাশের চেষ্টা ভন্ডুল করে দেয়া হবে।