রাঙামাটিতে ব্লাড ডোনারদের ফেসবুক সংগঠন ‘জীবন’ এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি চারুকলা একাডেমিতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য থুই মা চিং চৌধুরী।
ব্লাড ডোনার সংগঠন ‘জীবন’ এর সভাপতি আনোয়ার কবির পাটোয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি চারুকলা একাডেমির পরিচালক রতি কান্ত তংচঙ্গ্যা, পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহী, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার হরি কিশোর চাকমা, উন্নয়নকর্মী এম জিসান বখতেয়ার ও রোটার্যাক্ট সৈকত রঞ্জন চৌধুরী।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী এবং ব্লাডদাতাদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।
প্রসঙ্গত,ফেসবুকভিত্তিক সংগঠন ‘জীবন’ মূলতঃ জরুরী প্রয়োজনে রক্ত সংগ্রহ ও সরবরাহের জন্য কাজ করে থাকে। এটি একটি স্বেচ্ছাসেবি সংগঠন। এই সংগঠনটির পক্ষ থেকে এপর্যন্ত অসংখ্য মানুষকে জরুরী রক্ত সহায়তা প্রদান করা হয়েছে।