পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-প্রাইম ব্যাংক রাঙামাটি প্রথম বিভাগ ফুটবল লীগে একদিন বিরতির বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় রাইজিং স্টার এ্যাথেলেটিক ক্লাব ৬-০ গোলে ইয়াং রাঙামাটি ক্লাবকে পরাজিত করেছে। এবারের লীগের খেলায় এখন পর্যন্ত এটিই সবচে বেশি ব্যবধানে পরাজয়। রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলের খেলায় একচেটিয়া প্রভাব বিস্তার করে মাঠ দাপিয়ে খেলে রাইজিং স্টারের খেলোয়াড়রা।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন-এর আয়োজনে এ লীগের মিডিয়া পার্টনার পাহাড় টোয়েন্টিফোর ডটকম।
শুক্রবার একই মাঠে ছদক ক্লাব ও সৃজন স্পোর্টিং ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।
অসম্পুর্ন নিউজ…তথ্য ওপাত্ত না ধাকায় মর্মাহত হলাম…