রাঙামাটিতে নির্ঝর সংঘের উদ্যোগে মাসব্যাপি বিজয় দিবস উন্মুক্ত ফুটবল টুনার্মেন্টের গ্র“প পর্বের রবিবারের খেলায় শহীদ শুক্কুর গ্রুপের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদকে ৫-০ গোলে পরাজিত করেছে খোকন স্মৃতি সংসদ। রিজার্ভ বাজারস্থ শহীদ আবদুল শুক্কুর স্টেডিয়ামে রবিবার বিকেল ৩টা ৩০মিনিটে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রথমার্ধের ২ মিনিটে ১৬ নম্বর জার্সিধারি সাইফুল আর ১৯ মিনিটের সময় ৮ নম্বর জার্সিধারি খেলোয়াড় আমিরের গোলে খোকন স্মৃতি সংসদ ২-০ গোলে এগিয়ে যায় । খেলার দ্বির্তীয়াধের্র ৮ মিনিট ও ২০ মিনিটের সময় ১০নম্বর জার্সিধারি শাহেদের জোড়া গোলে খোকন স্মৃতি সংসদ জয় আনেকটা নিশ্চিত করে, খেলার ২৭ মিনিটে ১৬ নম্বর জার্সিধারি খেলোয়াড় সাইফুলের গোলে ৫-০ গোলের ব্যবধান গড়ে খোকন স্মৃতি সংসদ। পুরো খেলায় চেষ্টা করেও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদ কোন গোল করতে না পাড়ায় ৫-০ গোলে খেলা শেষ হয়।
এদিন খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শাহেদ।
এই ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে পাহাড়ের জনপ্রিয় অনলাইন দৈনিক পাহাড়টোয়েন্টিফোর ডট কম।