রাঙামাটির রাজস্থলী থেকে আটক আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইন ও সংগঠনটির নেতা ডা:রেনিন সু’র সুরম্য বাড়ীটির দুই কেয়ার টেকার মং চু অং মারমা ও যশো অং মারমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার দুপুর সাড়ে এগারোটায় রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী আক্কাস এই রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালতে ৩ আসামীকেই উপস্থিত করা হয়।
এর আগে শনিবার বিকেলে পুলিশ একই আদালতে তিন আসামীর ১০ দিনের রিমান্ড আবেদন করে। কিন্তু মামলার তদন্তকারি কর্মকর্তা উপস্থিত না থাকায় এবং কাগজপত্রে গরমিল থাকায় রবিবার আবার শুনানীর দিন ধার্য করেছিলো আদালত।
প্রসঙ্গত, গত বুধবার রাঙামাটির রাজস্থলীর তাইতং পাড়া থেকে আটক করা হয় এই আরাকান আর্মির সদস্য অংকে। এসময় তার কাছ থেকে ঘোড়া,ল্যাপটপ,ক্যামেরা,আরাকন আর্মির পোশাকসহ বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়। পরে শুক্রবার একই উপজেলা থেকে বাড়ীটির দুই কেয়ার টেকারকে আটক করে পুলিশ। এদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও অনুপ্রবেশ আইনে পৃথক দুইটি মামলা করেছে পুলিশ।