রাঙামাটি শহরের এডিসি হিল মাঠে গোলাম মোস্তফা ফাউন্ডেশনের সহায়তায় চলমান রাঙামাটি ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি লীগের চতুর্থ দিনের খেলায় আলমগীর কবির খোকন একাদশকে ২ উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে এলতেজা একাদশ।
সোমবার বিকালে প্রথমে ব্যাট করতে নেমে আলমগীর কবির খোকন একাদশ সব কটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুন্না ২২, লেথাম ৩১ এবং জনি ১৮ রান সংগ্রহ করেন।
এলতেজা একাদশের পক্ষে লালু একাই ধস নামান আলমগীর কবির একাদশের ব্যাটিং লাইনআপে। তিনি ২৩ রানে ৫ টি,রাকিব ১২ রানে ৩ টি এবং বাপ্পি ১৯ রানে ১ উইকেট নেন।
১৩২ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বাপ্পির ঝড়ো ব্যাটিং-এ জয়ের লক্ষে পৌঁছে যায় তারা নির্ধারিত সময়ের আগেই। দলের পক্ষে শাকিল ৩৭,হাসান ১২ রান করেন।
আলমগীর কবির একাদশের লেমন ১৮ রানে ৩ উইকেট, আমির ২৪ রানে ২ উইকেট নিয়েছেন। বোলিং-এ ১ উইকেট আর ব্যাটিং-এ ৫৪ রান করে এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাপ্পি।
খেলাশেষে ম্যান অব দ্য ম্যাচের স্মারক তুলে দেন দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী।