বান্দরবানে ২৩টি ভোট কেন্দ্র বহিরাগতরা দখলের চেষ্টা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামীলীগের বহিষ্কৃত সভাপতি ও বিদ্রোহী প্রার্থী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা। শুক্রবার বান্দরবান নিউগুশান্থ নিজ বাসভবনে আনৃুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এসময় প্রসন্নে প্রধান নির্বাচনী এজেন্ট আবুল কাসেম, একান্ত সহকারী প্রকৃতি বড়–য়াসহ উপস্থিত ছিলেন।
প্রসন্ন অভিযোগ করেন আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকেরা মিথ্যা প্রচারণা চালিয়ে প্রশাসন ও যৌথ বাহিনী দ্বারা টেবিলঘড়ি প্রতিকের কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানির চেষ্টা চালাচ্ছে। বিরোধীপক্ষ বহিরাগতদের দিয়ে জেলার লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার যে ২৩টি ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালাতে পারে বলে তিনি অভিযোগ করেছেন,সেই কেন্দ্রগুলো হচ্ছে- লামা উপজেলার রামথুই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফাসিয়াখালী হেডম্যানপাড়া বিদ্যালয়, ফাসিয়াখালী উচ্চ বিদ্যালয়, বড়শনখোলা বিদ্যালয়, হায়দারনাশী রিফুজী পাড়া বিদ্যালয়, অংহ্লাহ্রী পাড়া বিদ্যালয়, ইয়াংছা পাড়া বিদ্যালয়, এম হোসেন পাড়া রেজি: বিদ্যালয়, বড়বমু বিদ্যালয়, লামা সরকারী উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ২নং চাম্বী বিদ্যালয়, চাম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ সিপাহী হাবিবুর রহমান বিদ্যালয়, আব্দুর রাজ্জাক প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চাম্বি মুসলিমপাড়া বিদ্যালয়, পোলাউ পাড়া বিদ্যালয়, থানহ্লাই পাড়া বিদ্যালয়, ফাইতং নয়াপাড়া বিদ্যালয়, ফাইতং হেডম্যান পাড়া বিদ্যালয়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী রেজি: প্রাথমিক বিদ্যালয়, টেংগার বিল রেজি: প্রাথমিক বিদ্যালয়, অলেক্ষ্যং বিজিবি পাড়া বিদ্যালয়। ভোট কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানান তিনি।
প্রসঙ্গত,দশম সংসদ নির্বাচনে বান্দরবান আসনে চার জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আওয়ামীলীগ প্রার্থী বীর বাহাদুর, স্বতন্ত্র প্রার্থী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা,স্বতন্ত্র প্রার্থী ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান।