১২ ফেব্রুয়ারি সরকারি সফরে পার্বত্য দুই জেলা রাঙামাটি এবং বান্দরবান সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান সাক্ষরিত অনুষ্ঠানসূচী অনুযায়ি ওইদিন তেজগাঁও হেলিপ্যাড থেকে সরাসরি সাজেক আসবেন রাষ্ট্রপতি। সেখানে মধ্যাহ্নভোজের পর হেলিকপ্টারযোগেই বান্দরবানের নীলগিরির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। নীলগিরিতে ওইদিন রাত্রিযাপনের পর ১৩ ফেব্রুয়ারি হেলিকপ্টারেই নীলগিরি থেকে সেন্টমার্টিন দ্বীপে যাবেন রাষ্ট্রপতি,সেখানে নৌবাহিনীর গেস্ট হাউজে কিছু সময় অতিবাহিত করার পর আবার ইনানী সমুদ্র সৈকত দর্শনে যাবেন,সেখানে সেনাবাহিনীর গেস্ট হাউজে অবস্থান এবং রাত্রিযাপন শেষে পরদিন আবার হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি।
এদিকে রাষ্ট্রপতি দুই পার্বত্য জেলা সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।
