পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত ১১ নির্দেশনাকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে তিন পাহাড়ি সংগঠন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত গণবিরোধী ১১ নির্দেশনা বাতিল কর’ দাবিতে মানববন্ধনের আয়োজন করে পাহাড়ি সংগঠনগুলো। সংগঠন তিনটি হলো- পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি মাইকেল চাকমা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা জারি হওয়ার পর থেকেই দমন-পীড়ন ও ভুমি বেদখলের পাঁয়তারা বেড়েই চলেছে। এর সঙ্গে সঙ্গে বেড়েছে পাহাড়ি নারী ধর্ষণের ঘটনাও। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত এই ১১ নির্দেশনা প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান মাইকেল চাকমা।
সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বেশ কিছু লিখিত দাবি জানানো হয়।
মাইকেল চাকমার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইকো সিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এরিনা চাকমা প্রমুখ।
এ ধরনের নিউজের আরও বিস্তারিত বর্ননা পড়তে চাই….
কি ছিল এ ১১ নির্দেশনায় ?