সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের চাকুরির পদমর্যাদা প্রধান শিক্ষকের পদমর্যাদায় শ্রেণীভুক্ত, প্রধান শিক্ষকের এক ধাপ নিচে সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণসহ ১১ দফা দাবিতে খাগড়াছড়িতে প্রতীক অনশন পালন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি খাগড়াছড়ি সদর উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ অনশন কর্মসূচী পালন করা হয়।
প্রতীকি অনশন কর্মসূচী চলাকালীন সময়ে শিক্ষকদের দাবীসমূহ পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মাসুদ পারভেজ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক এ্যামিলি দেওয়ান।
প্রতীকি অনশন শেষে শিক্ষক নেতারা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ নাথ পোদ্দারের সাথে সাক্ষাত করেন এবং মহা-পরিচালক বরাবরে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপির কপি তুলে দেন।