খাগড়াছড়িতে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও তথ্য অধিকার আইন ২০০৯’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ। এসময় প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকতার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রেখে বলেন, ‘সাংবাদিকদের ওপর দেশের অনেক কিছুই নির্ভর করে। হলুদ সাংবাদিকতা রুখতে টেলিভিশন, পত্রিকা মালিকদের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। অন্যথায় এর রোধ করা কঠিন হয়ে পড়বে।’
অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, সিনিয়র সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা মফস্বল সাংবাদিকতায় বিশৃঙ্খলা রোধে প্রেস কাউন্সিলের কাছে পরামর্শসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিরা। পরে খাগড়াছড়ি প্রেসক্লাবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই বিতরণ করা হয়।