জাতীয় অধ্যাপক ডা: নুরুল ইসলাম এর স্বপ্নধন্য প্রতিষ্ঠান ইউএসটিসি ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল’র সহযোগিতায় শুক্রবার রাঙামাটির দুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপিং এর সফল আয়োজন শেষ করেছে রাঙামাটি জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
সকাল থেকে শহরের সদর হাসপাতালে ‘জাতীয় অধ্যাপক ডা: নুরুল ইসলাম স্বাস্থ্য ক্যাম্প’ এর কার্যক্রম শুরু হয়। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. মুস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ইউএসটিসির চ্যান্সেলর অধ্যাপক ডা: রেজাউল করিম,রাঙামাটির সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
চিকিৎসা ক্যাম্পে গাইনী,শিশুরোগ,হৃদরোগসহ বিভিন্ন রোগের অন্তত ৬০০ জন রোগীকে প্রাথমিক ব্যবস্থাপত্র দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একই সময়ে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম।
স্বাস্থ্যসেবায় জেলা প্রশাসন-স্বাস্থ্যবিভাগ ও ইউএসটিসির যুগল উদ্যোগ
