স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে শনিবার রাঙামাটিতে জেলা স্কাউটস এর উদ্যোগে জেলা সদর ও বিভিন্ন উপজেলা স্কাউটস এর উদ্যোগে উপজেলার স্কাউটস এর উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
সকালে রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয়ে জেলা স্কাউটস এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্কাউটস সম্পাদক মোঃ মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ নজির আহমেদ তালুকদার, স্কাউটার বদিউল আলম, বিজন কুমার দে বক্তব্য রাখেন।
এদিকে সকালে কাপ্তাই উপজেলা স্কাউটস এর উদ্যোগে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরে স্কাউটার ও স্কাউট সদস্যদের অংশ গ্রহনে উপজেলার নতুন বাজার এলাকায় একটি র্যালি বের করা হয়।