রাঙামাটির রাজস্থলী থেকে বৃহস্পতিবার আটক করা মায়ানমারের বিচ্ছিন্নতাবাদি সংগঠন ‘আরাকান আর্মি’র সদস্য অং নং ইয়ং রাখাইন (২৫) কে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে তাকে রাঙামাটির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ১৯৪৬ সালে বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে জেল হাজতে প্রেরণ করে তাকে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আলী আক্কাস এই আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার তাকে আটকের পর সে এবং বাড়ী মালিক রেং জেং জু ওরফে ডা: রেমেংসুকে আসামী করে রাজস্থলী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
বৃহস্পতিবার অং নং ইয়ং রাখাইন (২৫) কে রাজস্থলীর তাইতং পাড়া কলেজ গেইট এলাকায় অবস্থিত একটি সুরোম্য বাড়ী থেকে ২ টি ঘোড়া,৩ টি মোটর সাইকেল,৩ টি ল্যাপটপ,২ টি ডিজিটাল ক্যামেরা,একটি হ্যান্ডিক্যাম,আরাকান আর্মির ৩ সেট পোশাক এবং ৩০ গজ থান কাপড় সহ আটক করে যৌথবাহিনী।