রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবলী লীগে আবাহনী ক্রীড়া চক্র ৩-০ গোলে হারিয়েছে সৃজন স্পোর্টিং ক্লাবকে। সোমবার বিকাল ৩ টায় রাঙামাটির মারী স্টেডিয়ামে এ দু’দল মুখোমুখি হয়। ‘ফেবারিট’র তকমা নিয়েই মাঠে নামে আবহানী ক্রীড়া চক্র। খেলা শুরু হবার এগোরো মিনিটের মাথায় সৃজন ক্লাবের খেলোয়াড়ের আত্মঘাতী গোলের এগিয়ে যায় আবহানী।
এক গোলে পিছিয়ে গোল শোধে মরিয়া হয়ে উঠে সৃজন স্পোর্টিং ক্লাব বেশ কয়েকটি আক্রমন করার পরও আক্রমণভাগে ব্যর্থতার কারণে গোলের দেখা পায়নি সৃজন স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, খেলার ৫৭ মিনিটে দলীয় আক্রমন থেকে আবহানী ক্রীড়া চক্রের দশ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মোরশেদ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
গোলের ব্যবধান কমাতে ব্যস্ত থাকে সৃজন ক্লাব, যদিওবা কোনও আক্রমনেই কাজ হয়নি। উল্টো খেলার ৮১ মিনিটে আবহানীর ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মোরশেদ তাঁর ক্রীড়া নৈপুণ্যে দ্বিতীয় গোল করে। অবশ্য আবহানী ক্রীড়া চক্রও আরও বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও কোন গোল করতে পারে নি। সহজ সুযোগ গুলো কাজে লাগাতে পারলে গোল ব্যবধান আরও বাড়তে পারতো। আবহানীর আক্রমণভাগে ব্যর্থতায় আর কোন গোলের স্বাদ পায়না দলটি। শেষে আবহানী ক্রীড়া চক্র ৩-০ গোলের ব্যবধানে সৃজন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মাঠ ছাড়েন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লিগে মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে। ফুটবল লিগটি গত ১৭ অক্টোবর শুরু হয়। আগামী ২৯ নভেম্বর ফুটবল লিগ শেষ হবার কথা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লিগের ৫ম ম্যাচে আজ প্রতিভাস ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান ক্লাব।