খাগড়াছড়ি আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শংকা প্রকাশ করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক(ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী প্রসিত বিকাশ খীসা।
বৃহস্পতিবার এক জরুরী প্রেস ব্রিফিং-এ তিনি এমন শংকার কথা জানিয়ে অভিযোগ করেন, কতিপয় প্রার্থীর পক্ষে নিরাপত্তাবাহিনীসহ প্রশাসন নগ্নভাবে প্রচারণা চালানোর পাশাপাশি তাকে ভোট না দেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং তার কর্মীদের হয়রানী করছে ।
তিনি আরো অভিযোগ করেন, প্রশাসন আমার প্রতীক হাতি মার্কায় ভোট না দেয়ার জন্য নানাভাবে ভোটারদের উপর চাপ সৃষ্টি করছে । তারা নৌকায় ভোট দেয়ার জন্য প্রচার চালাচ্ছে। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
এ সময় ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপন খীসা, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা উজ্জল স্মৃতি চাকমা, সচিব চাকমা, কিরণ মারমা ও সমাজ কর্মী অনুপম চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।