আবারো জনপ্রিয় নাটক সিকান্দার বক্স আসছে। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গা ঘুরে এবার রাঙামাটি যাচ্ছে সিকান্দার বক্স। অর্থাৎ নাটকটির শুটিং হবে রাঙামাটিতে। তাই নামও রাখা হয়েছে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিকটি আগামী রোজার ঈদে বাংলাভিশনে প্রচার হবে।
১৩ জুন সকাল থেকে দৃশ্য ধারণ শুরু হয়েছে নাটকটির। রাঙামাটি যাওয়ার পথে বাসেই শুটিং হচ্ছে। বাকি কাজ হবে রাঙামাটিতে।
সিকান্দার বক্সে মোশাররফ করিম ছাড়াও সঙ্গে আছেন তানিয়া আহমেদ, রোবেনা রেজা জুঁই, ফারুক আহমেদ, আহসান কবির প্রমুখ। সিকান্দার বক্সের বউ হিসেবে আছেন শখ। (সূত্র : মানবকন্ঠ)
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …
Ami unake khub valo kore chini uni khub valo manush eta sajano natok ar kichui na.
এচেচে এচেচে সিকান্দার বক্স রাংামাটি তে এচেচে!!!!!!!