তিন পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সাংবাদিক নেটওয়ার্ক নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার রাঙামাটির আশিকা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তিন পার্বত্য জেলায় কর্মরত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মেলনে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়। সংগঠনটি পার্বত্য এলাকায় কর্মরত সংবদাকর্মীদের পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে প্লাটফরম হিসেবে কাজ করবে বলে জানানো হয়।
বেসকারী উন্নয়ন সংস্থা তৃণমূল,আশিকা ও ইকো উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ইউএন ডেমোক্রেসি ফান্ডের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাংবাদিকদের এই সম্মেলনের উদ্বোধন করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে।
বক্তব্য রাখেন আশিকার নিবার্হী পরিচালক বিপ্লব চাকমা, তৃণমূল উন্নয়ন সংস্থার রিপন চাকমা,বান্দরবান প্রেস ক্লাবের ফরিদুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমূখ।
সম্মেলনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দবানের ৬০জন সাংবাদিক অংশগ্রহন করেন।
সম্মেলনের মাধ্যমে গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক জার্নালিস্ট নেটওয়ার্ক এর ৯ সদস্যের কমিটির সদস্যরা হলেন, সুনীল কান্তি দে (আহ্বায়ক ও সভাপতি, রাঙামাটি প্রেসক্লাব),জিতেন বড়ুয়া (সদস্য সচিব ও সভাপতি,খাগড়াছড়ি প্রেস ক্লাব),ফরিদুল আলম (বান্দরবান প্রেসক্লাব),চৌধুরী হারুনুর রশীদ (সহসভাপতি,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি),শান্তিময় চাকমা (ডেইলি স্টার,রাঙামাটি),মো: জহুরুল আলম (খাগড়াছড়ি প্রেস ক্লাব),মো: আবু তাহের ( খাগড়াছড়ি প্রেসক্লাব),সঞ্জয় বড়ুয়া এবং উষা থোয়াই মারমা।