‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে নিত্যপণ্যের দোকানের সামনে লাল কালি দিয়ে চিহ্নিত করলো বান্দরবানের লামা পৌরসভা ও থানা প্রশাসন। প্রাণঘাতী নভেল করোনাভাইরাস প্রতিরোধ ঠেকাত সরকারি নির্দেশনায় এ উদ্যেগ নেয়া হয়।
গত দু দিন ধরে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান উপজেলা শহরের ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার, ফলের দোকানের সামনে পৃথক ক্রেতা-বিক্রেতাদের দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে লাল কালি দিয়ে চিহ্নিত করে দেন।
দূরত্ব বজায় রেখে চললে করোনা ভাইরাত থেকে রক্ষা সম্ভব হবে বলে জানান পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।
এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ক্রেতাগণ অন্ততঃ তিন ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পণ্য ক্রয় করবেন এবং সরকারি এ নির্দেশনা সব জায়গায় এটা অনুসরণ করে সবাই মেনে চলবেন। নতুবা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।