‘সংস্কৃতি হচ্ছে দেশের ভিত্তি, এর মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরা যায়,তাই নিজেদের সংস্কৃতি,কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখতে হলে শিল্পকলাকে টিকিয়ে রাখতে হবে। দেশের সংস্কৃতিকে ভালবাসতে হবে ্এবং নিজেদের সন্তানদেরকে সংস্কৃতির প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪০ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা এসব কথা বলেন।
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি ও রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনু সিনথিয়া চাকমা, রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মুজিবুল হক বুলবুল ।
নিখিল কুমার চাকমা বলেন, যেখানে সংস্কৃতির বিকাশ নেই সেখানেই অবক্ষয়। সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ নিজেকে শুদ্ধ করে গড়ে তুলতে পারে। তাই সংস্কৃতিকে সাধারন মানুষের কাছে সহজভাবে পৌছে দিতে হবে।
আলোচনা সভা শেষে রাঙামাটির স্থানীয় সঙ্গীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে একাডেমীতে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।