জাতীয় সংসদে নারী সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত মহিলা আসলে আরো ৪৭ জন সহকর্মীর সাথে শপথ গ্রহণ করেছেন তিন পার্বত্য জেলা থেকে মনোনীত ফিরোজা বেগম চিনু।
রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু ররিবার সকাল ১১ টায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ গ্রহণ করেন। নির্বাচিতদের শপথবাক্য পাঠ করার জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব আশরাফুল মকবুল।

শপথ নেয়ার পর ফিরোজা বেগম চিনু শপথ নামায় সাক্ষর করেন এবং সংসদ সচিবের কার্যালয়ে রক্ষিত সাক্ষর খাতায় সই করেন এবং রীতি অনুযায়ি ছবি তোলেন।
এর আগে গত বুধবার সংসদ সদস্য হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন ফিরোজা বেগম চিনু সহ ৪৮ জন নারী। বৃহস্পতিবার তা গেজেট আকারে প্রকাশিতও হয়।
শপথ নেয়ার পর প্রতিক্রিয়ায় পার্বত্য চট্টগ্রামের এই নারী সংসদ সদস্য পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানান,অসম্ভব ভালো লাগছে,পার্বত্যবাসীর দোয়া চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি পার্বত্য এলাকায় সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি।
রবিবার বিকেলেই সংসদ অধিবেশ যোগ দেয়ার কথা রয়েছে নতুন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু’র, যিনি রাঙামাটির রাজনীতিতে জেএফ আনোর চিনু নামেই সমধিক পরিচিত।