শুক্রবার বান্দরবানে বাংলাদেশ আইডল সংগীত শিল্পীদের জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়েছে । জেলার পর্যটন কেন্দ্র ভেনাস রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ডেপুটি প্রোগ্রাম কর্মকর্তা মাসুদ জামান জানান, সংগীত প্রতিভা অন্বেষন প্রতিযোগীতা বাংলাদেশ আইডল সেরা ১২ শিল্পীকে জমকালো সংবর্ধনা দেয়া হচ্ছে শুক্রবার। বান্দরবান স্টেডিয়ামে বিকাল চারটা থেকে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে আইডলের সেরা ১২ শিল্পী সংগীত শিল্পী গান পরিবেশন করবেন।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুল আবছার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জামান, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাসহ বাংলাদেশ আইডলের সেরা ১১ জন শিল্পী উপস্থিত ছিলেন। এদিকে বান্দরবানের সন্তান বাংলাদেশ আইডল চ্যাম্পিয়ন মংউচিং মারমার আগমন এবং আইডল শিল্পীদের সংবর্ধণা অনুষ্ঠানকে ঘিরে বান্দরবানকে সাজানো হয়েছে ভিন্ন সাজে। শহরের মোড়ে মোড়ে তোড়ন, ব্যানার ফেষ্টুন এবং জেলা স্টেডিয়ামে আকর্ষনীয় বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্নস্থান থেকে বান্দরবানে ভীড় জমিয়েছেন কয়েক হাজার মানুষ। জেলার বাইরে রাঙামাটি এবং খাগড়াছড়িসহ দেশের বিভিন্নস্থান থেকে অতিথিরা আসবেন বলে জানিয়েছেন আয়োজকরা।