বান্দরবানে শীতের তীব্রতায় দুই শিশুর মৃত্যু হয়েছে। জেলার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশুসহ অসংখ্য মানুষ ঠান্ডা জনিতরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার (আরএমও) অংসুই মারমা জানান, শীতে ঠান্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে শুত্রবার রাতে ব্যবসায়ী বাসু দেব দাশের মেয়ে শিশু নন্দিতা দাশ (৪৫দিন) এবং বৃহস্পতিবার রাতে মংসাইহ্লা মারমার মেয়ে নুমেচিং মারমা (৩ দিন) মারা গেছে। দেরিতে ভর্তি করার কারণে অবস্থা খুবই খারাপ থাকায় শিশুদের বাঁচানো যায়নি। তবে উন্নত চিকিৎসার জন্য শিশুদের চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিলো চিকিৎসকদের পক্ষ থেকে,এমন দাবি তার।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, সদর হাসপাতাল, লামা, আলীকদম, রুমা, থানছিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঠান্ডা জনিতরোগে আক্রান্ত শিশু-কিশোরসহ বয়স্করা প্রতিদিনই ভর্তি হচ্ছে। ঠান্ডা জনিতরোগী আক্রান্ত শিশুসহ প্রায় শতাধিক লোক সদর হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছে।
বান্দরবান জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মংতেঝ জানান, শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। দুজন শিশুর মৃত্যু হয়েছে সদর হাসপাতালে। দূর্গমাঞ্চল গুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিক্যাল টিম গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রসঙ্গত,গতবছরও জেলায় ঠান্ডা জনিতরোগে শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছিলো।