‘এবার প্রচন্ড শীত পরছে। প্রয়োজন মতো শীতের কাপড় কিনতে পারছিলামনা। এমন সময় কম্বল পাওয়ায় আমার অনেক উপকার হলো।’ সেনা জোন থেকে শীত বস্ত্র পেয়ে এ কথা জানালেন মধ্যবোয়ালখালী এলাকার হতদরিদ্র চিত্তলতা চাকমা (৫৫)। একই কথা জানান, হাচিনসনপুর এলাকার নীলমনি চাকমা (৬০), কাঠালতলি এলাকার রজবালা কর্মকার (৬৫), পাথেতবি চাকমা (৫০) এবং কিন্তুলতা চাকমা (৫২)।
খাগড়াছড়ির দীঘিনালায় গরীব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাজোন। জোন অধিনায়ক লেঃ কর্ণেল লোকমান আলী বুধবার জোনে দুস্থদের হাতে বস্ত্র তোলে দেন। শীত বস্ত্রের মাঝে ছিল কম্বল, চাদর, গরম কাপড় ও টুপি।
জোন সূত্রমতে, বিভিন্ন গ্রামের ১৫০ জনকে শীত বস্ত্র দেয়া হয়েছে। এছাড়াও দীঘিনালা জোনের আওতাধীন বিভিন্ন সাবজোন থেকে পার্শ্ববর্তি এলাকার গরীব ও দুস্থদের মাঝেও শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
শীতার্তদের পাশে দীঘিনালা সেনা জোন
