বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি ৩১ ব্যাটেলিয়নের উদ্যোগে বিজিবি মাঠে গরীব-অসহায় দুঃস্থ শীতার্ত মানুষদের মাঠে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটলিয়ান কমান্ডার লেঃ কর্নেল শফিকুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বিজিবি সুবেদার মেজর মো: দাউদ আলী, নায়েক সুবেদার জালাল উদ্দিন, আয়ুব আলীসহ বিজিবিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি সদর ও লেবুছড়ী, আশারতলী এবং ফুলতলী বিজিবি ক্যাম্পের আশপাশের প্রায় সহ¯্রাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে নাইক্ষ্য্যংছড়ি উপজেলায় ৫টি ইউনিয়নের বিভিন্নস্থানে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। ৩১ বিজিবি কমান্ডার লে: কর্নেল শফিকুর রহমান বলেন, পাহাড়ে শীতের তীব্রতা বেড়েছে। শীতের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াবে বিজিবি। সমাজের বৃত্তশালী মানুষদেরও শীতার্ত মানুষগুলোর পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
আরো দেখুন
লামায় জেলা পরিষদ নির্মাণাধীন সেতু ধসের শঙ্কা
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের ওপর কোটি টাকা …