বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পরিবহন শ্রমিক নেতা এ্যাডভোকেট শিমুল বিশ্বাসের মুক্তির দাবীতে সমাবেশ করেছে বান্দরবানের পরিবহন শ্রমিকেরা। বৃহস্পতিবার বিকালে বান্দরবান বাসস্টেশনে শৈলশোভা পরিবহন শ্রমিক মালিক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ কামাল, অমল কান্তি দাশসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা, রাজনীতিবিদরা যার যার, কিন্ত শ্রমিকরা সকলের। পরিবহন সেক্টরের উন্নয়নে অবলিম্বে পরিবহন শ্রমিক নেতা এ্যাডভোকেট শিমুল বিশ্বাসের নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় পরিবহন ধর্মঘটসহ আরো কঠোর আন্দোলনে রাজপথে নামবে শ্রমিকরা।
এদিকে বৃহস্পতিবার সারাদেশের ন্যায় বান্দরবানে আভ্যন্তরিন সবগুলো সড়কে যাত্রীবাহি-মালবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। শহর ছেড়ে যায়নি দূর পাল্লার কোনো যানবাহনও। পরিবহন ধর্মঘটের কারণে বান্দরবানে স্টেশনগুলোতে যাত্রীদের ভীড় লেগে যায়। গাড়ির অনুপস্থিতিতে বেড়াতে আসা পর্যটকরাও অলস সময় কাটিয়েছেন।