পার্বত্য শান্তি চুক্তির ২২তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা রাঙামাটির লংগদুতে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। লংগদু জোনের অধিনায়ক লে.কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রবীর কুমার রায়, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, সাংবাদিক এখলাস মিঞা খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শান্তি চুক্তির ফলে পাহাড়ে উন্নয়ন বেগবান হচ্ছে। শান্তি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি স্থানীয় জনসাধারনকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় পাহাড়ের মানুষের ভাগ্যেও পরিবর্তন করতে হবে। শিক্ষা , স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করার আহ্বান করেন বক্তারা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর, ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, সেনা কর্মকর্তা মেজর তানভীর, ৩৬ আনসারের সহকারী পরিচালক মজিবুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।