খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের উদ্যোগে শনিবার উপজেলা টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়ছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান চাথোঅং মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, ইউএনও সনজীদা শরমিন, সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি কংজুরী মারমা প্রমুখ।
সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের পাশাপাশি হেডম্যান কার্বারীদের এগিয়ে আসতে হবে। দক্ষতা ও সততার মাধ্যমে ভূমি কার্যক্রম পরিচালনায় আপনাদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
ভূমি সমস্যার সমাধানে হেডম্যান কার্বারীদের ভুমিকার উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন হেডম্যান কর্বারীদের দক্ষতা অর্জনে সরকারী ভাবে দেশ-বিদেশে প্রশিক্ষনের ব্যবস্থা ও প্রথাগত অধিকার ফিরিয়ে দেওয়া এবং সম্মানী ভাতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় জেলার ১২১ জন হেডম্যানসহ ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে সভাপতি শক্তিপদ ত্রিপুরা সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।