রাঙামাটি শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র রিজার্ভবাজারে প্রধান সড়ক দখল করে বাজার বসানো অবৈধ দখলদার উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত রিজার্ভবাজার টেক্সিস্টেশন থেকে কাঁচাবাজার হয়ে লঞ্চঘাট পর্যন্ত বেশ কয়েকটি অবৈধ স্থাপনা অপসারণ করে এবং অন্যদেরও সতর্ক করে দেয়। এসময় পথচারি চলাচলের সড়কের উপর রাখা কাঁচাবাজারের বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাৎক্ষনিকভাবে স্থাপনা সরিয়ে নিতে বাধ্য করা হয়।
অভিযান পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম জানিয়েছেন,পর্যটন শহর রাঙামাটির সৌন্দর্য্য রক্ষা,বাসযোগ্য রাখা এবং শহরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্যই ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হচ্ছে। শহরের মানুষের স্বার্থেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন রাঙামাটির কোতয়ালি থানার পুলিশ ও জেলা আনসার ব্যাটেলিয়ন এর সদস্যরা।
‘শহর পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে অভিযান অব্যাহত থাকবে’
