নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার একদিন আগে বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি শহরে বিশাল প্রচার মিছিল বের করেছে স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারের সমর্থকরা। বিশাল আকারের দুটি হাতির প্রতিকৃতি নিয়ে হাতি মার্কার সমর্থনে বিপুল সংখ্যক নারীসহ বিভিন্নস্তরের মানুষ এই বর্নাঢ্য প্রচার র্যালিতে অংশ নেন।
প্রচার র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং এসময় হাতির সমর্থনে এবং ভোট প্রার্থনা করে শ্লোগান দেয় উষাতন তালুকদারের সমর্থকরা।
প্রসঙ্গত,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উষাতন তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারও নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে প্রায় ৫২ হাজার ভোট পান তিনি। এবার বিএনপির কোন প্রার্থী না থাকায় তার সাথেই নৌকা মার্কার প্রার্থী দীপংকর তালুকদারের জোর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।