ভোটের সকালে ভোটারদের উপস্থিতি খুবই কম। শহরের রিজার্ভবাজার এলাকার শহীদ আব্দুল আলী একাডেমি এবং সিনিয়র মাদ্রাসা কেন্দ্র,তবলছড়ির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র,স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র,শাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্র,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র,রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্র,গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ভোটার উপস্থিতি দেখা গেছে খুবই কম। কোথাও প্রথম ১ ঘন্টার ভোটারদের কোন লাইন’ই নেই। ধারণা করা হচ্ছে,বেলা বাড়ার সাথে সাথে বাড়বে ভোটার উপস্থিতিও।
সকাল ৮ টা ৫০ মিনিটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবুল বাসেত অপু। সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ভোট দেননি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির হোসাইন সেলিম।