বাংলা নববর্ষের দুইদিন পরও থামেনি উৎসবের রঙ। বুধবার রাঙামাটির বনরূপাবাসি বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে বাংলা নববর্ষ। সকালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন বাঙালী ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক মো: শাহ আলম।
বৃহত্তর বনরূপা বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে র্যালিতে বনরূপা এলাকার বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে আওয়ামী লীগের সোলায়মান চৌধুরী,যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী,আবু ছৈয়দ,আবু তৈয়ব,ছাত্রলীগ সভাপতি শাহ এমরান রোকন, বিএনপির মামুনর রশীদ,ছাত্রদল সভাপতি আবু সাদাত মো: সায়েম, কাউন্সিলর রবিউল আলম রবি,রিন্টু বড়ুয়া অন্যতম।
র্যালিশেষে পৌরসভায় পান্তা ইলিশ এর আয়োজন করা হয়। ছিলো নানান সাংস্কৃতিক আয়োজন। বিকেলে পৌর চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হবে।
উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার সুজন এবং সদস্য সচিব অলি আহাদ এর আয়োজন সফল করায় বনরূপাবাসিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, পহেলা বৈশাখ সামগ্রিকভাবে আমরা রাঙামাটিবাসী সবাই মিলেই পালন করেছি,এবার বনরূপা এলাকাবাসিদের নিয়ে আমাদের এই উদ্যোগ।