দেশের প্রধান শ্রেণির পৌরসভা রাঙামাটি পৌরসভা। প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা আর এশিয়াখ্যাত কাপ্তাই হ্রদ ঘেষে এই পৌরসভা দূষণমুক্ত একটি শহর। কিন্তু সন্ধ্যার পরেই ভুতুড়ে নগরীতে রূপ নেয় এর অলিগলি। নয়টি ওয়ার্ডের অধিকাংশ এলাকার ল্যাম্পপোস্টে সড়ক বাতি জ¦লেনা। যার কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া পৌর এলাকায় অবাধে গরু-ছাগল চলাচলের কারণেও রাস্তাঘাট ময়লা-আবর্জনা পড়ে থাকে যত্রতত্র।
একদিকে অন্ধকার অন্যদিকে দুর্গন্ধের কারণে কোথাও কোথাও ভোগান্তি চরম আকার ধারণ করে। পৌর কর পরিশোধ করেও পৌরসেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। এভাবে চলতে থাকলে আগামী পৌর নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলেও সচেতন মহলের ধারণা। পৌর কর্তৃপক্ষের উচিত নাগরিক সেবা নিশ্চিত করা। সড়ক বাতিগুলো সবসময় যাতে সচল থাকে সেজন্য কাউন্সিলরদের মাধ্যমে সঠিকভাবে মনিটর করা। এতে করে পৌরবাসীর ভোগান্তি কমে আসবে।