বান্দরবানের লামা উপজেলার লামা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম’কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার লামা বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি স্বীকার করে লামা থানার সেকেন্ড অফিসার হেলাল উদ্দিন জানান, ঘর পোড়া মামলায় বাজার থেকে গ্রেফতার করা হয়েছে আবুল কালামকে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
তবে ¯গ্রেফতারকৃত কালামের সমর্থক ও স্বজনরা দাবি করেছেন জানায়, দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার ঘড়ি প্রতিকের পক্ষে কাজ করায় নির্বাচন পরবর্তী সহিংসতার অংশ হিসেবে তাকে আটকের পর ‘মিথ্যা মামলা’য় গ্রেফতার দেখানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, আমার পক্ষে কাজ করায় আওয়ামীলীগের লামা ইউনিয়ন সভাপতি আবুল কালাম’কে গ্রেফতারের বিষয়টি সত্যিই দু:খ জনক। আওয়ামীলীগের একজন সক্রিয় সৈনিক হয়েও সে রেহাই পায়নি। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ? প্রশ্ন করেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই প্রার্থী।