বান্দরবানের লামায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার বিকালে লামা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিধবা নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত লামা সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মালেক (২৭) হাজির করা হলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে অভিযুক্তকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে লামা পৌরসভার পশ্চিম রাজবাড়ী এলাকার বাসিন্দার এক বিধবা নারীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন ইউপি সদস্য আবদুল মালেক। সে মেরাখোলা গ্রামের মৃত দানু মিয়ার ছেলে। এই ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের লামা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্ত আবদুল মালেক’কে গ্রেফতার করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মালেক।
এ ব্যাপারে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান খান জানান, ধর্ষিতা বিধবা নারীর মামলায় ইউপি সদস্য আবদুল মালেক’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরো দেখুন
কঠোর ‘লকডাউনে’ বান্দরবান, বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যা
নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর লকডাউন চলছে বান্দরবানে। সরকার ঘোষিত লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসনের নির্বাহী …