বান্দরবানের লামা উপজেলায় আল রাউফ মডেল স্কুল নামের একটি শিক্ষা বেসরকাারি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে সোমবার দুুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সরকার দুই হাজার একুশ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে। সমাজের একজন শিশুও যেন শিক্ষাক্ষেত্রে বাদ না পড়ে সে লক্ষে বাস্তবায়নের জন্য যাবতীয় উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এই লক্ষ্যের সাথে সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
বিশিষ্ট সমাজ সেবক আবদুল গফুর সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর, ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম ।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজ সেবক আবদুল্লাহ আল মামুন, মৃদুল কান্তি দে, দেলোয়ার হোসেন প্রমুখ। শেষে প্রধান অতিথি জহিরুল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে স্কুলের শুভ উদ্বোধন করেন।