দ্বিতীয় দফায় আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস্-চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রে¤্রাচাই চৌধুরী, বিএনপি নেত্রী দেবরানী চাকমা, সমাজকর্মী সাথৈঅং মারমা, সাবেক চেয়ারম্যান দশরথ তালুকদার, স্বপন চাকমা, মংক্যচিং চৌধুরী, নীলবর্ণ চাকমা এবং মাইনুল ইসলাম।
পুুরুষ ভাইস্-চেয়ারম্যান পদে অংগ্যইপ্রু, ত্রিলন চাকমা ও রতন বিকাশ চাকমা।
সংরক্ষিত মহিলা ভাইস্-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস্-চেয়ারম্যান সাগরিকা চাকমা, মেরিনা চাকমা, বেবী রাণী বসু ও সুমনা চাকমা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ড. আব্দুল আউয়াল জানিয়েছেন, শান্তিপূর্নভাবেই সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরো দেখুন
কারাতে ফেডারেশনের ব্ল্যাক বেল্ট প্রাপ্তদের সংবর্ধনা
বাংলাদেশ কারাতে ফেডারেশন হতে ২০২১ সালে ব্ল্যাক বেল্ট বিজয়ী রাঙামাটির কারাতে খেলোয়াড়দের সংবধর্না দিয়েছে রাঙামাটি …