জেলার লক্ষ্মীছড়িতে ব্যবসায়ী আহম্মদ আলী হত্যার প্রতিবাদ এবং খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে লক্ষীছড়ি উপজেলা পরিষদ এলাকায় আয়োজিত কর্মসূচি থেকে কঠোর কর্মসূচি ঘোষনার হুঁশিয়ারি দেয়া হয়।
এর আগে গত ৮ মে লক্ষ্মীছড়ির ময়ুরখীল এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী আহম্মদ আলী নির্মমভাবে খুন হয়। এ নিয়ে মামলার ৭দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও প্রধান আসামিকে গ্রেফতারে পুলিশ ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ এনেছেন স্বজনরা।