খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা সদর থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন, লক্ষীছড়ির মহিষকাটা এলাকার ফজলু মিয়ার ছেলে আলী হোসেন(২৫) ও একই উপজেলার ময়ূরখীল এলাকার মৃত হরমুদ আলীর ছেলে রেজাউল করিম (৪০। এসময় আটককৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্ধুক উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে উপজেলা সদরের জনৈক জাকির হোসেনের বাড়ীর পাশ ঘোরাঘুরি করছিলেন আলী হোসেন ও রেজাউল করিম। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। পরে রাত পৌনে ৯টার দিকে জাকির হোসেনের বাড়ীর পাশ থেকে অস্ত্রসহ আলী হোসেন ও রেজাউলকে আটক করে স্থানীয়রা।
লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান আটককৃতদের বরাদ দিয়ে বলেন, মূলতঃ জাকির হোসেনকে ফাসাঁনোর জন্যই তার বাসায় অস্ত্র রাখতে যাচ্ছিলেন আলী হোসেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রেজাউল জাকির হোসেনকে ফাসাঁনোর জন্য এই নাটক সাজিয়েছে। এদিকে আটককৃত রেজাউল অস্ত্র রাখার জন্য আলী হোসেনকে ৭০ হাজার টাকা দেয়ার কথা ছিলো বলেও জানান তিনি।