লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিএনপি ঘোষিত প্রার্থী হলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য লংগদু উপজেলা পরিষদ নির্বাচনের জন্য স্থানীয় ও উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মনোনীত প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাচনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আব্দুল¬াহ আল নোমানের কাছে পাঠানো হয়েছে বলে সূত্র জানায়।