রাঙামাটির লংগদুতে ৪৩তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে বালকদের ফুটবল ফাইনাল খেলার মধ্যদিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়। এতে উপজেলার দশটি হাই স্কুল ও তিনটি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বিভিন্ন খেলায় অংশ নেয়।
প্রতিযোগীতার মধ্যে ছিল বালক ও বালিকাদের ফুটবল, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি খেলা।
হ্যান্ডবল খেলায় বালকদের মধ্যে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকাদের মধ্যে বড় কাট্টলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। কাবাডি খেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক ফুটবল খেলায় উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আইবুল ইসলাম, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক বৃষক কুমার চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব এলাহী, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন সূত্র ধর।