প্রধানমন্ত্রী ঘোষিত রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম চলতি শিক্ষা বর্ষেই শুরু করার দাবিতে রোববার মানববন্ধন করেছে লংগদু উপজেলাবাসী।
বেলা সাড়ে এগারটায় উপজেলা সদরে উপজেলাবাসীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।
আবু দারদা আরমানের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফজ্জল হোসেন,লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমীর মোঃ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম, বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক মোঃ আব্দুল হালিম, ও সদস্য সচিব মোঃ জিয়াউল হক।
সমাবেশে বক্তারা বলেন, পিছিয়ে পড়া পার্বত্যবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করতে প্রধানমন্ত্রী রাঙামাটিতে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে এখানকার জনগোষ্ঠিকে চিকিৎসা সেবা নিশ্চিত করার ঘোষনা দিয়েছিলেন। কিন্তু পার্বত্যাঞ্চলকে সবসময় অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আঞ্চলিক একটি সশস্ত্র গোষ্ঠি এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান দুটি যাতে এখানে প্রতিষ্ঠিত হতে না পারে সে জন্য উঠে পড়ে লেগেছে। বক্তারা সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে শীগ্রই মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার আহবান জানান।
তারা বলেন,পার্বত্য চট্টগ্রামের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের পক্ষে। গুটি কয়েক অস্ত্রবাজ সন্ত্রাসী সংগঠন জোর করে পার্বত্যবাসীর উচ্চ শিক্ষার দ্বার রুদ্ধ করে দেবে এটা কোন বিবেকমান মানুষরা মেনে নিতে পারেনা।
বক্তারা আরো বলেন, একটি মহল পার্বত্য চট্টগ্রামে প্রস্তাবিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত। এ সকল ষড়যন্ত্রকারী সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দ্রুত মেডিক্যাল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
পরে একই দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় উপজেলাবাসী।