রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের হোসেনপুর গ্রামে জুনায়েদ হোসেন (৭) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের ওবায়দুল হোসেনের ছেলে এবং স্থানীয় দারুল উলুম মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
মৃত শিশুর স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শিশু জুনায়েদ মাদরাসায় যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও জুনায়েদ বাসায় ফিরে না এলে স্বজনরা তার খোঁজ করতে থাকেন। পরে শিক্ষকরাসহ অনেক খোঁজাখুজির পর মাদরাসার কাছে কাপ্তাই হ্রদের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম শিশু জুনায়েদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে, টিফিন ছুটির সময় খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।