লংগদু ও দীঘিনালা উপজেলার উপজেলার বাস, মোটর সাইকেল, সিএনজি ও জীপ চালকদের নিয়ে লংগদু-দীঘিনালা সড়কে ড্রাইভিং বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার,জীপ ও মটর সাইকেল চালক সমিতির উদ্যোগে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাস স্ট্যান্ডে আয়োজিত এই কর্মশালায় লংগদু ও দীঘিনালা উপজেলার ২ শতাধিক যানবাহন চালক অংশ নেয়। লংগদু সেনা জোনের পক্ষ থেকে এতে সর্বাত্ব¡ক সহযোগিতা করা হয়। কর্মশালায় লংগদু জোনের প্রশিক্ষক সার্জেন্ট মোঃ আজগর লংগদু- দীঘিনালা সড়কে কিভাবে যান বাহন চালাতে হবে, রোড সাইড, রোড সিগন্যাল সহ বিভিন্ন নিয়ম কানুন চালকদের অবহিত করেন।
আরো দেখুন
বাজার তদারকিতে রাঙামাটির জেলা প্রশাসক
নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউের সংক্রামন রোধে চলমান লকডাউনে ও রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে …