নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে বিপাকে পড়া খেটে-খাওয়া, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে লংগদু উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৭০ পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈনুল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব এলাহী, নির্বাচন অফিসার জমির উদ্দীন, সমবায় অফিসার মো. ছদর আমীন, পল্লী উন্নয়ন অফিসার, বজল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামানসহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহবুব এলাহী জানান, বিশ্ব মহামারীর কারনে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে দাড়তে পারে সকলের খুব ভালো লাগছে। এখন ৭০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র দেওয়া হয়েছে। এই দিয়ে তাদের সপ্তাহ খানেক নিশ্চিন্তে কেটে যাবে। তিনি আরো বলেন, ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব বজায় রেখে দেওয়া হয়েছে।