বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল হাসান সিদ্দিক। রবিবার দুপুরে তিনি বগামুখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়, বেথেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুমা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল হাসান সিদ্দিক বলেন, বর্তমানে বাল্যবিবাহ দিন দিন কমে আসছে। বাল্য বিবাহ নিরোধ করার জন্য সবাইকে সোচ্ছার হতে হবে। তাছাড়া, মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করে দেশের সুনাগরিক হিসেবে সকলকে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি পরামর্শ দেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনের সময় বগামুখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন নয়ন, রুমা উপজাতি আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, রুমা বাজার মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সাইদ, উপজেলা পরিষদের অফিস সহকারী সুমন পালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।