বান্দরবানের রুমায় গাঁজাসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আটককৃতদের মাদকদ্রব্যসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলার রুমা উপজেলার গ্যারিসন এলাকা থেকে সেনা সদস্যরা গাঁজা, দেশীয় তৈরি চুলাই মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলেন- ভিক্টর বম (৩১) ও উহ্লা মং মারমা (২৩)। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা, দেড় লিটার চুলাই (বাংলা) মদ এবং ১৪ পুটলি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, সেনা সদস্যরা মাদকদ্রব্যসহ দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আরো দেখুন
লামায় জেলা পরিষদ নির্মাণাধীন সেতু ধসের শঙ্কা
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বড়পাড়া সংলগ্ন ইয়াংছা খালের ওপর কোটি টাকা …