পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে রাঙামাটিতে বেশ কয়েকটি দোকানকে অর্থ দণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু জানিয়েছেন, “পণ্যের দাম বেশি রাখার দায়ে রিজার্ভ বাজারের কয়েকটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় সাত হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। বাজার মনিটরের পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে।”