পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা ফুল দিয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান ও সন্তান কমান্ড কর্তৃক প্রকাশিত দিনপঞ্জিকা (ক্যালেন্ডার) চেয়ারম্যানকে উপহার প্রদান করেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য চেয়ারম্যানের প্রতি আহবান জানান। একই সাথে রিজার্ভ বাজার-পুরানবস্তি সেতু বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ তালুকদারের নামে নামকরণের দাবি জানান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নুর আজাদ চৌধরীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহিম, সাংগঠনিক সম্পাদক সুব্রত দাশ, দপ্তর সম্পাদক উত্তম দেবনাথ, অর্থ সম্পাদক জুয়েল বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুম কবীর, সমবায় সম্পাদক মো. ফয়সাল উদ্দিন, সদস্য মনিরা পারভিন, ডজি ত্রিপুরা, শারমিন শম্পা, মিনাক্ষী প্রমুখ।